সিলেটে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত

https://ift.tt/eA8V8J
সিলেট, ২৭ এপ্রিল - সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। রোববার (২৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে সিলেট জেলায় একজন, হবিগঞ্জে একজন এবং বাকি ৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। সুনামগঞ্জ জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি বলে জানান তিনি। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ১৪ জন। আক্রান্তদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ প্রবীণ ব্যক্তি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের শ্রমিকের পাঁচ বছরের এক শিশু সন্তানসহ চার জনের মৃত্যু হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ এপ্রিল
https://ift.tt/3eXLg0u

Post a Comment

0 Comments