https://ift.tt/eA8V8J
লিভারপুল ছেড়ে ২০১৮ সালে বার্সালোনায় পারি জমান ফিলিপ কৌতিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এতটাই উচ্ছ্বসিত ছিলেন, বলেছিলেন- বার্সেলোনায় আসতে পারাটা তার জন্য স্বপ্নের মতো। স্বপ্নের সেই ক্লাবে স্বপ্নময় দিন কাটেনি কৌতিনহোর। পরের বছরই (২০১৯ সালের আগস্টে) ব্রাজিলিয়ান উইঙ্গারকে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দেয় বার্সা। ধারের সেই চুক্তি বাকি আছে আর মাত্র কয়েক মাস। তবে জার্মান ক্লাব থেকে কৌতিনহোর আবার স্পেনে ফেরা অনিশ্চিত। বার্সেলোনা চাইছে, মৌসুম শেষে এই মিডফিল্ডারকে যেন ১২০ মিলিয়ন পাউন্ডে রেখে দেয় বায়ার্ন; কিন্তু বায়ার্নের এখন সে পরিকল্পনাই নেই। ফলে নতুন মৌসুমে অন্য কোনো ক্লাবের কাছে কৌতিনহোকে বিক্রি করার পরিকল্পনা করছে বার্সেলোনা। কিন্তু ব্রাজিলিয়ান প্লে-মেকার ন্যু ক্যাম্প ছাড়তে চাইছেন না। ক্রীড়া ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক জানিয়েছে, কৌতিনহোকে ছাড়তে চাইছেন না বার্সেলোনার কয়েকজন সতীর্থও। এর মধ্যে আছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি। সতীর্থরা বরং চাইছেন, সামনের মৌসুমে উসমান ডেম্বেলেকে বিক্রি করে দিতে পারে বার্সেলোনা। কেননা চোট আর অফফর্মের কারণে ন্যু ক্যাম্পে খুব একটা আলো ছড়াতে পারেননি এই ফরাসি ফুটবলার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ এপ্রিল
https://ift.tt/35mb2Hn
0 Comments