করোনার জন্য বদলি খেলোয়াড়ে নতুন নিয়ম আনছে ফিফা

https://ift.tt/eA8V8J
করোনাভাইরাসের সর্বগ্রাসী প্রভাব ছাড়ছে না খেলার জগতকেও। এই ভাইরাস বিদায় হলে পৃথিবী যেমন নতুন এক রূপ দেখবে, তেমনি খেলার জগতেও বেশ কিছু পরিবর্তন আসবে। বাধ্য হয়েই এই পরিবর্তনগুলো করতে হবে। ক্রিকেটে যেমন ভাবা হচ্ছে, বলে লালা লাগানো নিষিদ্ধ করার কথা। তেমনি ফুটবলের নিয়ম কানুনেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (সোমবার) একটি প্রস্তাব দিয়েছে দলগুলোকে। সে প্রস্তাব হলো, করোনার পর ফুটবল দলগুলো ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহার করতে পারবে। আগে যেটা ছিল তিনজন। শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বাড়তি সাবস্টিটিউট (বদলি) খেলোয়াড় যোগ করতে পারবে দলগুলো। ফিফার এই প্রস্তাবনা অবশ্য কার্যকর হয়নি। আপাতত অস্থায়ী পরিকল্পনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর এ সব কিছুই খেলোয়াড়দের ওয়ার্কলোড (কাজের চাপ) কমাতে। করোনার প্রভাবে অনেক ম্যাচ স্থগিত বা বাতিল হয়েছে। বড় অংকের লোকসান গুণতে হচ্ছে ক্লাব ফেডারেশনগুলোকে। করোনার বিস্তার কমে গেলে যখন মাঠে আবারও খেলা গড়াবে, তখন সে ক্ষতি পুষিয়ে উঠতে ঘন ঘন ম্যাচ আয়োজন করতে হবে। আর তাতে খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকিও বাড়বে। এজন্যই ফিফার নতুন প্রস্তাব। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ এপ্রিল
https://ift.tt/3aHM1ax

Post a Comment

0 Comments