https://ift.tt/eA8V8J
মুম্বাই, ০১ মে - না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর৷ বৃহস্পতিবার সকালে ৬৭ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তিনি। শেষবার হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত বাড়িতেই লকডাউনে ছিলেন এই সুপারস্টার। তার বিদায় শোকাহত করেছে তার ভক্তদের ও বলিউডকে। ঋষি চলে গেলেও তার স্মৃতি, ছবি নিয়ে চলছে নানা রকম আলোচনা। এই ভিড়ে জানা গেল, বাবা রাজ কাপুরের হাত ধরে সিনেমায় পা রাখেন ঋষি। অনেকেরই ধারণা রাজ কাপুর তার মেজ ছেলেকে রুপালি পর্দায় অভিষেক ঘটাতেই ববি ছবিটি বানিয়েছিলেন। কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা বলে পরবর্তীকালে দাবি করেন খোদ ঋষি কাপুর। তার বক্তব্য ছিল ঘটনাচক্রে তিনি ববি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি মানেন সেই ছবির সুবাদেই তিনি তারকা বনে গিয়েছিলেন। আর পুরো ঘটনার জন্য জন্য তিনি তার বাবার কাছে কৃতজ্ঞ। শিশুশিল্পী হিসেবে রাজ কাপুরের শ্রী ৪২০ ছবিতে প্রথম দেখা গিয়েছিল ঋষি কাপুরকে। বৃষ্টির মধ্যে একটি জনপ্রিয় গানের দৃশ্যে আরও দুটি বাচ্চার সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে চলেছে বছর তিনেকের ঋষি। শোনা যায় ছোট সেই ঋষিকে অভিনয় করিয়ে নেওয়ার জন্য নার্গিস তাকে চকলেট দেবেন বলে লোভ দেখিয়েছেন। এর বেশ কয়েক বছর বাদে মেরা নাম জোকার ছবিতে রাজ কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন ঋষি। এরপর ১৯৭৩ সালে ববি ছবিতে নায়ক হিসেবে যাত্রা করেন। ঋষি কাপুর একসময় জানিয়েছিলেন, বহু মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে ববি ছবিটি রাজ কাপুর তৈরি করেছিলেন তাকে অভিনেতা হিসেবে অভিষেক করাতে। আসলে তার নেপথ্য কাহিনী ছিল ভিন্ন। রাজ কাপুরকে এই ছবি বানাতে হয়েছিল মেরা নাম জোকার ছবিটির জন্য হওয়া ঋণ পরিশোধ করার জন্য। সেই সময় রাজ কাপুর একটা টিন-এজ লাভ স্টোরি বানাতে চেয়েছিলেন, তবে তখন তার কাছে অত টাকা ছিল না যাতে ছবিতে রাজেশ খান্নাকে দিয়ে অভিনয় করানো যায়। ফলে তখন রাজ কাপুর তার মেজ ছেলে ঋষিকে বেছে নেন। আর সেই বেছে নেয়ার মাধ্যমে তিনি বলিউডকে উপহার দিলেন দারুণ একজন অভিনেতাকে। এন এইচ, ০১ মে
https://ift.tt/3bU6Xwo
0 Comments