অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় যে কারণে খুশি মুমিনুল

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১২ এপ্রিল - জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের আক্রমণে সেই সিরিজটি আগেভাগেই স্থগিত হয়ে গেছে। সিরিজ স্থগিত হওয়ার ঘটনাকে দুই দেশের ক্রিকেট বোর্ডই দুঃখজনক বলছে। কিন্তু বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলছেন অন্যরকম। তিনি বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটি স্থগিত হওয়ায় খুশি। এ কেমন কথা! হ্যাঁ, মুমিনুল হক তার খুশি হওয়ার কারণটিও ব্যাখ্যা করেছেন। টাইগার টেস্ট অধিনায়কের মতে, সিরিজটি পরে হলে বড় একটা সুবিধাই হবে, দলের সেরা পারফরমার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ দল। সাকিব বর্তমানে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন। তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে চলতি বছরের ২৯ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি এ বছর সম্ভবত আর আয়োজন করা যাবে না। সেক্ষেত্রে নতুন শিডিউল হলে সাকিবের খেলার সম্ভাবনা থাকবে। এটাকেই ইতিবাচক মনে করছেন মুমিনুল। ক্রিকবাজকে দেয়া সাক্ষাতকারে টাইগার অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ স্থগিত হওয়ায় আমি হতাশ নই। বরং এটাতে আমাদের জন্য পূর্ণশক্তির দল নিয়ে তাদের মোকাবেলা করার দরজা খুলে গেল। আগামী বছর দুই টেস্টের এই সিরিজটি হলে আমরা সাকিব ভাইকে দলে পাব। আর সাকিব দলে থাকা মানেই দুজনের কাজ একজনকে দিয়ে করে ফেলা। মুমিনুল বলেন, সাকিব ভাই দলে থাকলে এমনিতেও আমাদের শক্তি বেড়ে যায়। কারণ তাকে ছাড়া আমাদের আরেকজন বাড়তি বাঁহাতি স্পিনার খেলাতে হয়। তাই একদিক থেকে আমাদের ভালোই হয়েছে। এই মুহূর্তে যা কিছু হচ্ছে, আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে চাই না। যদি টেস্ট এপ্রিলে চলে যায়, তবে সাকিব ভাই অস্ট্রেলিয়াকে মোকাবেলার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন। একজন অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমি তো আমাদের সেরা খেলোয়াড়কে চাইবই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ এপ্রিল

Post a Comment

0 Comments