https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৯ সেপ্টেম্বর- মডেল, অভিনেত্রী ও উপস্থাপক পিয়া জান্নাতুল। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করেছেন। ব্যস্ত পড়াশোনা ও উপস্থাপনা নিয়ে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ স্বল্পদৈর্ঘ্য পাপ... তিন দিন আগে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শ্যুটিং করেছি। ২০ মিনিটের এই ফিল্মটির নাম পাপ। একেবারেই নতুন একটি গল্প। তবে এর চরিত্রটির সঙ্গে আমার বাস্তব জীবনের বেশ মিল রয়েছে। তাই অভিনয় করতে খুব বেশি বেগ পেতে হয়নি। যে চরিত্রটি আমার চেয়ে অনেক বেশি ভিন্ন তা ফুটিয়ে তুলতে কষ্ট হয়। লকডাউনের আগে জাহিদ হাসানের সঙ্গে একটি গ্রামের নাটক করেছিলাম। সেই কাজটি করতে কষ্ট হয়েছিল। কারণ আমি প্রমিত বাংলা ছাড়া অন্য কোনো আঞ্চলিক ভাষায় একদমই কথা বলতে পারি না। তাছাড়া গ্রামের মেয়েদের সাজ-পোশাক, চলাফেরা সবই নতুনভাবে আয়ত্ত করতে হয়েছিল। আমি স্ক্রিপ্ট আগে না পেলে কাজ করতে চাই না। পাপ-এর গল্পটি এক সপ্তাহ আগেই পেয়েছিলাম। তাই প্রস্তুতির সময় পেয়েছি ভালোই। আমার চরিত্রটি শহরের একটি স্বাধীন মেয়ের। ইয়াসির জুয়েল পরিচালিত এই শর্টফিল্মে আমার বিপরীতে আছেন এ কে আজাদ আদর। কিছু দিনের মধ্যেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। আশা করছি সবাই পছন্দ করবেন। ক্রিকেটের শো... এখন একটি মাত্র অনুষ্ঠান নিয়েই আমি নিয়মিত ব্যস্ত। মাই স্পোর্টস অ্যাপের জন্য ক্রিকেটারদের নিয়ে একটি শো করছি। প্রতি শনিবার শোটির নতুন পর্ব আসছে। কাজটি আমি খুব উপভোগ করছি। কারণ ক্রিকেট নিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে। তাছাড়া পছন্দের ক্রিকেটারদের জীবন সম্পর্কেও অনেক কিছু জানতে পারছি। একসঙ্গে তিনটি ডিগ্রি... লকডাউন মূলত পড়াশোনা করেই কাটছে। একসঙ্গে তিনটি ডিগ্রি নিচ্ছি। কিছুদিন পরেই আইনজীবী হিসেবে হাইকোর্টে পরীক্ষা দেব। তার আগে পুলিশের তত্ত্বাবধানে ক্রিমিনোলজির ওপর একটি মাস্টার্স করছি। একই সঙ্গে আরও একটি মাস্টার্স করছি। এর বাইরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ শেষ করছি। খুব ইচ্ছা ছিল বার অ্যাট ল করার। পাশ্চাত্যের বড় তিনটি বিশ্ববিদ্যালয়ে সিলেক্টও হয়েছিলাম। ইউনিভার্সিটি অব গ্রিস্টেলে প্রথম দফায় টাকাও জমা দিয়েছিলাম। পরে সিদ্ধান্ত বদলেছি। এখন ঘর-সংসার, শোবিজ ক্যারিয়ার ও ব্যবসা ছেড়ে এক বছর লন্ডনে থাকাটা চ্যালেঞ্জিং। আরও পড়ুন-নায়লা নাঈমকে নিয়ে বই সিনেমাকে না... আমি সাধারণত যে কাজটি না করি তা নিয়ে কথা বলি না। কিন্তু আপনি যেহেতু অন্য মাধ্যমে জেনেছেন, তাই বলছি ইমপ্রেস টেলিফিল্ম থেকে ভালোবাসার প্রজাপতি সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু ব্যক্তিগত কারণে আমি সিনেমাটি করতে পারছি না। শুধু এটি নয়, কদিন আগে এফডিসি ঘরানার আরও একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেটিও না করে দিয়েছি। আসলে এখনই তথাকথিত কমার্শিয়াল সিনেমা করব না। আগের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। সূত্র: দেশ রূপান্তর আডি/ ১৯ সেপ্টেম্বর
https://ift.tt/2Ee8K3G
0 Comments