এমবাপের গোলে জয়ে শুরু ফ্রান্সের

https://ift.tt/eA8V8J
করোনা লকডাউনের পর খেলতে নেমে মানিয়ে নেয়াটা সহজ হবে না- এমনটা অনুমেয়ই ছিলো। যার প্রমাণ মিলছে এবারের উয়েফা নেশনস লিগে। নিজেদের প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারছে না টুর্নামেন্টের বড় ও ফেবারিট দলগুলো। বেশিরভাগ ম্যাচের ফলই হচ্ছে ন্যুনতম ব্যবধানে। শনিবার রাতে অল্পের জন্য জয়বঞ্চিত হওয়া থেকে রক্ষা পেয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স, তবে সহজ জয়ই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও বেলজিয়াম। একদম শেষ মুহূর্তের পেনাল্টিতে জিতেছে ইংল্যান্ড। ফ্রান্সকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছেন তরুণ তুর্কি কাইলিয়ান এমবাপে। ২০১৬ সালের ইউরোতে চমক দেখানো আইসল্যান্ড এবার নেশনস লিগের প্রথম ম্যাচেও প্রায় রুখে দিয়েছিল ইংল্যান্ডকে। নিজেরা তেমন বলার মতো আক্রমণ করতে না পারলেও, ইংলিশদের একের পর এক আক্রমণ প্রতিহত করে যাচ্ছিল তারা। যে কারণে নির্ধারিত ৯০ মিনিটে গোলই করতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের মূল সময়ে লাল কার্ড দেখেছে দুই দলই। প্রথমে ৭০ মিনিটের সময় জোড়া হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডের কাইল ওয়াকারকে। এর ২০ মিনিটের মধ্যে জোড়া হলুদে লাল কার্ড দেখেন আইসল্যান্ডে ইঙ্গি ইঙ্গাসন। তার দ্বিতীয় হলুদ কার্ডটি ছিল ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করার অপরাধে। আর এই হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতেই দলকে জয়সূচক গোল এনে দেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড রহিম স্টারলিং। যদিও ম্যাচ শেষ হওয়ার আগে আইসল্যান্ডও পেয়েছিল পেনাল্টি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন বিয়ারনাসন। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। আরও পড়ুন- বার্সেলোনার অনুশীলনে যোগ দিচ্ছেন মেসি দিনের অন্য ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বিজয়ীরা। পুরো ম্যাচে লক্ষ্যে মাত্র একটি শট করতে পেরেছে তারা। ম্যাচের ৪১ মিনিটে করা সেই শটে গোল করেই দলকে জয় এনে দেন এমবাপে। এছাড়া অন্যান্য ম্যাচের মধ্যে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে পর্তুগাল ও ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। সূত্র: জাগো নিউজ আডি/ ০৬ সেপ্টেম্বর
https://ift.tt/2Gu7wSB

Post a Comment

0 Comments