হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন নুসরাত ফারিয়া

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৭ সেপ্টেম্বর- ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার। দীর্ঘ সাত বছরের প্রেম শেষে প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি। গত মার্চে বাগদান সেরেছেন। সবকিছু ঠিক থাকলে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আগামী ডিসেম্বরে। তবে বিয়ের আগেই স্বামীকে নিয়ে দুবাই ঘুরতে গেলেন এই নায়িকা। নুসরাত ফারিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানালেন এ কথা। গতকাল ২৫ সেপ্টেম্বর প্লেনে চড়ার ছবি দিয়েছেন তিনি। একের পর এক ছবি আপলোড করেই চলেছেন ফারিয়া। সেসব ছবিতে চেক-ইন দেওয়া হচ্ছে দুবাই। যার একটি ছবিতে আছেন হবু বর রনি রিয়াদ রশিদও। অর্থাৎ তিনি হবু বরকে নিয়েই দুবাই পাড়ি দিয়েছেন। আরও পড়ুন:পপির চলচ্চিত্রে নাম লেখালেন তানিন খোঁজ নিয়ে জানা গেছে, হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন ফারিয়া। সেখান থেকে ফিরবেন আগামী ৩ অক্টোবর। সূত্রঃ জাগো নিউজ আডি/ ২৭ সেপ্টেম্বর
https://ift.tt/345xt2W

Post a Comment

0 Comments