সিরাজগঞ্জে পৃথক নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যু

https://ift.tt/eA8V8J
সিরাজগঞ্জ, ০৬ আগস্ট - সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার বিকেল থেকে পাথার অঞ্চল বলে পরিচিত তিনটি ইউনিয়ন এলাকায় বেশ দাবাড় (প্রচণ্ড বাতাস) বইছে৷এ দাবাড়ে বন্যার পানির বড় আকারের ঢেউ এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে বইছে৷ বিকেলে দাবাড়ের কবলে সুজা এলাকায় নৌকা ডুবিতে ২ শিশুর মৃত্যু ঘটেছে৷ জানা যায়, শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের সহোদর শিশু ২টিকে নিয়ে পরিবারের লোকজন উল্লাপাড়ার সুজা গ্রামে কবিরাজ বাড়িতে নৌকায় যাওয়াকালে দাবাড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে৷ এদিকে বড় পাঙ্গাসী ইউনিয়নের শুকুলহাট এলাকায় বিকেল পাচটার দিকে দিকে যাত্রীবাহি নৌকার মাঝি রকিবুল ইসলাম(৪০) বন্যার পানিতে পড়ে মারা গেছেন৷ বড় পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন তথ্য নিশ্চিত করে জানান, সে উল্লাপাড়ার ভায়রা গ্রামের নুর মোহাম্মদের ছেলে৷ সন্ধ্যার পর রকিবুল ইসলামের লাশ বন্যার পানি থেকে খুজে পাওয়া গেছে৷ আরও পড়ুন: কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার উল্লাপাড়া উপজেলার পশ্চিমাঞ্চলের তিনটি ইউনিয়ন বড় পাঙ্গাসী, উধুনিয়া, মোহনপুরের মাঠ ঘাট ৫ থেকে ৭ ফুট উচ্চতায় বন্যার পানিতে তলিয়ে আছে৷ কোনো কোনো এলাকায় এর চেয়ে বেশী উচ্চতায় বন্যার পানি রয়েছে৷ ভরা বর্ষায় দাবাড় বইলে বেশীরভাগ নৌকার চলাচল বন্ধ থাকে বলে জানা যায়৷ এর মাঝে চলাচল করলেও ঝুকি নিয়ে সতর্কতায় চলে৷ সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ০৬ আগস্ট
https://ift.tt/30ustVe

Post a Comment

0 Comments