https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৬ আগস্ট - লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন বাংলাদেশিসহ শতাধিক নিহত ও বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ ৪ হাজারের অধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, গত মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনা হৃদয়বিদারক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মর্মস্পর্শি এই ঘটনায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই ভয়াঙ্কর বিস্ফোরণ ইতিহাসে নজির পাওয়া দুস্কর। আরও পড়ুন: করোনায় মারা গেলেন সাবেক আইন সচিব জহিরুল হক বিস্ফোরণের প্রচণ্ড শব্দের আঘাতে পুরো বৈরুত কেঁপে উঠেছে, বিভিন্ন ভবনের জানালা ও দরজার কাচ ভেঙ্গে গেছে এবং অনেক ভবনের বেলকোনি ধ্বসে পড়েছে। আগুনের কুন্ডলী ও ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এই ক্রান্তিকালে লেবাননবাসী ও তাদের সরকার যে অসীম ধৈর্য্যধারন করে পরিস্থিতি সামাল দিচ্ছেন তা নি:সন্দেহে বিশ্বসম্প্রদায়কে অনুপ্রানিত করবে। তিনি বলেন, লেবাননের সরকার ও জনগণ অতিদ্রুত এই সঙ্কট কাটাতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসি। আমি লেবাননের শোকার্ত জনগনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই মর্মান্তিক বিস্ফোরণে লেবাননবাসীর বেদনার সাথে আমিও সমব্যাথি। বিএনপি মহাসচিব ৩ জন বাংলাদেশিসহ যারা বিস্ফোরণে নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জ্ঞাপন এবং ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যসহ ৪ সহস্রাধিক আহত মানুষের অসুস্থতা কামনা করেন। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবার ও ঘণিষ্ঠজনদের গভীর সমবেদনা জানান। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৬ আগস্ট
https://ift.tt/2XzWgK6
0 Comments