রাহাত খানের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৯ আগস্ট - একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজল ইসলাম। শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন। মোঃ তাজুল ইসলাম শোক বার্তায় আরও বলেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাশিল্পী। সাংবাদিকতার পাশাপাশি ছোটগল্প ও উপন্যাস দুই শাখায় ছিলেন সমান দক্ষ। সাংবাদিক এবং বাংলা সাহিত্যে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। আরও পড়ুন: রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক উল্রেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসবভনে মারা যান কথাশিল্পী রাহাত খান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রাহাত খান দীর্ঘদিন থেকে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এছাড়া করোনার কারণে তিনি সার্বক্ষণিক বাসাতেই অবস্থান করছিলেন। প্রবীণ এই সাংবাদিক এর আগে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান। রাহাত খানকে ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ২৯ আগস্ট
https://ift.tt/2EMa6CA

Post a Comment

0 Comments