গোপালগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

https://ift.tt/eA8V8J
গোপালগঞ্জ, ৩১ জুলাই - গোপালগঞ্জে একদিনে নতুন আরও ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬০৯ জনে। এটাই জেলায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, কোটালীপাড়া উপজেলায় ৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পড়ুন: গোপালগঞ্জে একই পরিবারের ৩ জনের মৃত্যু জেলায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকীদের মধ্যে ১ হাজার ১২৫ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন। মোট শনাক্ত করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ৫৬২ জন, মুকসুদপুর উপজেলায় ২৬৭ জন, কাশিয়ানী উপজেলায় ২৬৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২৬০ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৫৭ জন রয়েছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ৩১ জুলাই
https://ift.tt/3ffe1Vd

Post a Comment

0 Comments