এমপি পাপুলের বিরুদ্ধে অসত্য সংবাদ হচ্ছে

https://ift.tt/eA8V8J
লক্ষ্মীপুর, ২৯ জুলাই- লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া মনগড়া ও অসত্য সংবাদ পরিবেশন করছে বলে দাবি করেছেন তার স্ত্রী সেলিনা ইসলাম এমপি। গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। সংরক্ষিত আসনের এমপি সেলিনা বলেন, গত ফেব্রুয়ারির মাঝামাঝি কুয়েতের আল কাবাস পত্রিকার সূত্র ধরে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় আরব নিউজের সূত্রে যে সংবাদ প্রকাশ হয়, সেটি তাদের নিজস্ব কোনো সোর্স নয়। এরপর একটি স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টালের সংবাদে মানবপাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কুয়েতে গ্রেপ্তার বলা হলেও পাপুলের বিরুদ্ধে আসলে কুয়েতে মানবপাচার নিয়ে কোনো মামলাই হয়নি। জাতীয় একটি দৈনিকেও মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে পাপুল গ্রেপ্তার বলা হলেও প্রকৃত তথ্য হচ্ছে, মানবপাচার ও অর্থপাচারের কোনো অভিযোগই পাপুলের বিরুদ্ধে দেওয়া হয়নি। বরং সেখানে কিছু শ্রমিক তাদের আকামা বা রেসিডেন্সি নবায়নে অতিরিক্ত টাকা দাবি করার কারণে পাপুলের বিরুদ্ধে অভিযোগ আনে। আরও পড়ুন: মাস্ক পরতে বলায় পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে কুয়েত সিআইডি তাকে গ্রেপ্তার করে। কিন্তু সেই অভিযোগ প্রমাণিত হয়নি। উল্টো যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন মিডিয়া লাগাতার অসত্য ও মনগড়া সংবাদ পরিবেশন করছে অভিযোগ করে এমপি সেলিনা ইসলাম প্রকৃত ঘটনা অনুসন্ধানেরও দাবি জানান। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৯ জুলাই
https://ift.tt/39D6L4s

Post a Comment

0 Comments