যুক্তরাষ্ট্রে তিন চীনা নাগরিক গ্রেফতার

https://ift.tt/eA8V8J
ওয়াশিংটন, ২৪ জুলাই- চীনের চার নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তারা দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য এই তথ্য লুকিয়ে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। চতুর্থজনকে গ্রেফতারে তৎপরতা চলছে। বিবিসির প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, চতুর্থ যে জন এখনও গেফতার হয়নি তিনি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন বলে জানানো হচ্ছে। এছাড়া চীনা সামরিক বাহিনীর সঙ্গে অঘোষিত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে এমন চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই। মার্কিন কৌসুলিঁরা বলছেন, যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর বিজ্ঞানীদের পাঠানো নিয়ে চীনা পরিকল্পনার অংশ এটি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সত্যিকার পরিচয় গোপন করে চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা গবেষণা সংক্রান্ত ভিসার এসব আবেদন করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স আরও বলছেন, এছাড়া এটা হলো আমাদের উন্মুক্ত সমাজ ব্যবস্থার সুবিধা নিয়ে এবং অ্যাকাডেমিগুলোর প্রাতিষ্ঠানিক অপব্যবহারের লক্ষ্যে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেওয়া পরিকল্পনার অংশও। আরও পড়ুন:এবার সানফ্রান্সিসকোতে চীনা কনস্যুলেট নিয়ে জটিলতা চীনের একজন বিজ্ঞানী সান ফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা এবং হাউস্টনে দেশটির কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেওয়ার পর এই গ্রেফতারের ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব চীনা বিজ্ঞানী পরিচয় গোপন করে তাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরি করছে। শুক্রবার এই গ্রেফতারের ঘোষণার আগে গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে বিদ্বেষপরায়ন অপবাদ হিসেবে আখ্যা দিয়ে চীন অবশ্যই এর প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে এবং তাদের বৈধ অধিকারগুলো রক্ষা করবে। বাণিজ্য, করোনাভাইরাস মহামারি এবং হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়ন নিয়ে গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার চীনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৪ জুলাই
https://ift.tt/2ZURjNF

Post a Comment

0 Comments