মঙ্গলের উদ্দেশে মহাকাশ যান পাঠাল চীন

https://ift.tt/eA8V8J
বেইজিং, ২৪ জুলাই- করোনা পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে প্রথমবারের মতো একক দেশ হিসেবে মঙ্গলগ্রহের উদ্দেশে মহাকাশ যান পাঠিয়েছে চীন। বৃহস্পতিবার (২৩ জুলাই) মঙ্গলের উদ্দেশে যাত্রা করে চীনের জনহীন রকেট Long March 5 Y-4। মহাকাশ যানটি চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেস লউঞ্চ সেন্টার (যেখান থেকে মহাকাশ যান উৎক্ষেপণ করা হয়) থেকে যাত্রা শুরু করে। আরও পড়ুন:চীনে করোনায় আক্রান্ত রোগীর ফুসফুস প্রতিস্থাপন সফল, হাসপাতাল ছাড়লেন রোগী আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহে পা রাখবে বলে আশা করা হচ্ছে। ৯০ দিন ধরে মঙ্গলগ্রহের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি। আমেরিকান, ইউরোপীয় এবং ভারতীয়- আটটি মহাকাশ যান বর্তমানে মঙ্গল গ্রহ প্রদক্ষিণ করছে অথবা এর পৃষ্ঠদেশে অন্যান্য মিশন বা পরিকল্পনায় যুক্ত রয়েছে। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/২৪ জুলাই
https://ift.tt/2ZVpDs7

Post a Comment

0 Comments