ওকে ছেড়ে দিন, সব দোষ আমার: সার্বিয়ার প্রধানমন্ত্রী

https://ift.tt/eA8V8J
বেলগ্রেড, ০২ জুলাই- বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের পাশে দাঁড়িয়েছেন তার দেশের প্রধানমন্ত্রী আনা বর্নাবিচ। চার টেনিস তারকার করোনা আক্রান্তের বিষয়ে এবার সব দোষ নিজের ঘাড়েই নিলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওকে (জকোভিচ) ছেড়ে দিন, সব দোষ আমার! আসলে ভুলটা আমার। জকোভিচের নয়। ওই মানুষটাকে ছেড়ে দিন। আমি সম্পূর্ণভাবে নোভাকের পাশে আছি। গত মাসের শেষ সপ্তাহের দিকে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। শুধু তিনি নন, তার আয়োজিত চ্যারিটি টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও তিন টেনিস তারকা। তারা হলেন গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিক ও ভিক্টর ট্রোইস্কি। হঠাৎ করে বিশ্বের প্রথম সারির চার তারকার করোনা আক্রান্তের খবরে বিচলিত হয়ে পড়ে টেনিস অঙ্গন। করোনা বিরতিতে এখন টেনিস খেলাটা কোর্টে ফেরা সংশয়ের মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে এতজন করোনা আক্রান্তের জন্য জকোভিচকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। সোশ্যাল মিডিয়ায় জকোভিচের মুণ্ডুপাত চলতে থাকে। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করতে অনুরোধ জানিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনা বর্নাবিচ বলেন, জকোভিচ চেয়েছিল এই অঞ্চলে ভালো কিছু করতে। রাজনীতি সরিয়ে তরুণ টেনিস খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চেয়েছিল। সেই সঙ্গে মানবিক কারণে অর্থ সংগ্রহ করতে চেয়েছিল এই টুর্নামেন্টের মাধ্যমে। এই দুঃসময়ে ও সবাইকে সাহায্যই করতে চেয়েছিল। তথ্যসূত্র: টেনিস ডট নেট, ইয়াহু স্পোর্টস এম এন / ০২ জুলাই
https://ift.tt/2YRvIoP

Post a Comment

0 Comments