পটুয়াখালীতে করোনায় নতুন করে ১৮ জন আক্রান্ত

https://ift.tt/eA8V8J
পটুয়াখালী, ৩০ জুলাই - পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গৌতম চন্দ্র দাস (৬২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ১৮ জন আক্রান্ত হয়েছে। বুধবার রাতে সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার ভোরে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৌতম চন্দ্র দাস (৬২) মারা যান। সোমবার (২৭ জুলাই) হাসপাতালে ভর্তি হন। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ আইইডিসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী গৌতম করোনায় আক্রান্ত ছিলেন। এতে জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আরও পড়ুন: আসামির জন্য প্রেসক্রিপশন লিখে ধরা খেলো ডাক্তার! সিভিল সার্জন আরও বলেন, একদিনে নতুন করে সদরে ১১ জন, কলাপাড়া ৪ জন, দুমকি ১ জন, বাউফল ১ জন এবং গলাচিপা ১ জন আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১৬ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছে ৬১৮ জন। এছাড়া আক্রান্তের মধ্যে হাসপাতাল আইসোলেশন ১২ জন ও হোম আইসোলেশন ৩৫৮ জন চিকিৎসা নিচ্ছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩০ জুলাই
https://ift.tt/2Dhq47e

Post a Comment

0 Comments