সপরিবারে করোনায় আক্রান্ত লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

https://ift.tt/eA8V8J
লালমনিরহাট, ২৯ জুলাই- লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন জানান, অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। জেলা পরিষদ চেয়ারম্যান, তার স্ত্রী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, শ্যালিকা আলেয়া ফেরদৌসী লাকি গত সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। এ ছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যানের ভাতিজা, সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর করোনা শনাক্ত হয়ে হোম আইসলোশনে চিকিৎসা নিচ্ছেন। চেয়ারম্যান ও তার পরিবারের সুস্থ্তায় সকলের নিকট দোয়া কামনা করেন সুজন। আরও পড়ুন:করোনায় আক্রান্ত পঞ্চগড় জেলা প্রশাসক লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভায় গত ২৪ ঘণ্টায় ১৩জনসহ মোট শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। যার মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২২৪ জন। তিন জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। আসন্ন ঈদকে ঘিরে বাইরের মানুষের পদচারণাও বেড়েছে। তাই ঈদ পরবর্তী করোনা সংক্রামন বাড়তে পারে। সূত্র: আমাদের সময় আর/০৮:১৪/২৯ জুলাই
https://ift.tt/306HXyj

Post a Comment

0 Comments