করোনায় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মোহসীন কবীরসহ ২ চিকিৎসকের মৃত্যু

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০১ জুলাই- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খ্যাতিমান গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজিস্ট ডা. মোহসীন কবীরসহ আরও দুই জন চিকিৎসক মারা গেছেন। মৃত অপরজন হলেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার। ডা. মোহসীন কবীর রাজধানীর ইমপালস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের চিফ কনসালটেন্ট ছিলেন। বুধবার ভোররাতে ইমপালস হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভোর ৪টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. গোলাম সারোয়ার। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডা. মোহসীন কবীর ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন। আর ডা. গোলাম সারোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন। এফডিএসআরের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ার পর মঙ্গলবার সকাল নাগাদ ১ হাজার ৪৫ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮৪৭ জন। সূত্র: দেশ রূপান্তর এম এন / ০১ জুলাই
https://ift.tt/2VCZ88i

Post a Comment

0 Comments