বেঙ্গল টাইগার ওভারসিজের মালিকসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৬ জুন - মানবপাচার এবং গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারের শিকার ২৬ বাংলাদেশিকে নির্মম নির্যাতনের পর হত্যা ও আরও ১১ জন আহতের ঘটনায় রাজধানীর বনানী থানায় পৃথক মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৪ জুন) মামলাটি ( মামলা নং-২) করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ভাইস স্কোয়াডের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। মামলায় বনানীর সি ব্লকের ৬ নম্বর রোডের বেঙ্গল টাইগার ওভারসিজ লিমিটেডের মালিকসহ ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ৬০-৬৫ জনকে আজ্ঞাত আসামি করা হয়েছে। এসআই কামরুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার, হত্যা ও নির্যাতন করে অর্থ আদায়ের অভিযোগে বনানী থানায় মামলাটি করা হয়েছে। মামলটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রায় একই সময়ে একই দিন পল্টন থানায় ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে আরেকটি মামলা করে সিআইডি। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহিন উদ্দিন। তিনি জানান, লিবিয়া ট্র্যাজেডির পর বৃহস্পতিবার দিবাগত রাতে ১২ টা ৫ মিনিটে রাজধানীর পল্টন থানায় মানবপাচার এবং আঘাতে খুনের অভিযোগে হত্যা মামলা করা হয়। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং ৪। এরআগে বৃহস্পতিবার রাতে লিবিয়া ট্র্যাজেডিতে জড়িত ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে মামলা করেন এক ভুক্তভোগীর বাবা মান্নান মুন্সি। গত মাসে দুই দফায় মোট সাত লাখ টাকায় দালালের মাধ্যমে লিবিয়ায় গিয়ে আটকা রাকিব নামে এক যুবকের বাবা বাদী মান্নান মুন্সি। মামলা নং ৩। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ জুন
https://ift.tt/3dGVz86

Post a Comment

0 Comments