রাতে ঢাকার রাস্তায় যান চলাচল হঠাৎ কমেছে

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৩ জুন - দুই মাসেরও বেশি সময় পর সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল এবং গণপরিবহন চালুর ফলে হঠাৎ করে রাজধানী ঢাকার রাস্তায় গত দুই-তিনদিন যাবত মানুষ ও যানবাহনের চলাচল বৃদ্ধি পায়। জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। শুধু দিনের বেলা নয়, রাতেও মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু আজ ২ জুন দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২ হাজার ৯১১ জন আক্রান্ত এবং ৩৭ জনের মৃত্যু হয়। এমন সংবাদে নগরবাসীর মধ্যে নতুন করে করোনাভাইরাসের আতঙ্ক দেখা দেয়। দুপুরের পর থেকেই রাস্তাঘাটে অন্যান্য দিনের চেয়ে মানুষের চলাচল কমতে থাকে। যারা বাইরে বেরিয়ে এসেছেন তারাও স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে বের হন। অন্যান্য দিন রাত ৯-১০টা পর্যন্ত রাস্তাঘাটে মানুষ ও বিভিন্ন যানবাহন দেখা গেলেও হঠাৎ করে রেকর্ড সংখ্যক সংক্রমণ মৃত্যুর সংবাদে সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট ফাঁকা হতে থাকে। রাত ৮টায় প্রতিবেদক রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে রাস্তাঘাটে গত দুই-তিনদিনের তুলনায় অনেক কম সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করতে দেখেন। অধিকাংশ রাস্তাঘাটে ছিল সুনসান নীরবতা। ফাঁকা রাস্তায় হঠাৎ হঠাৎ উচ্চ শব্দে আওয়াজ তুলে প্রাইভেটকার, মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, পণ্যবাহী ট্রাক ও সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বাস ছুটে যেতে দেখা যায়। বিভিন্ন রুটে বাস চলাচল করলেও সেগুলোতে যাত্রী ছিল হাতেগোনা। অন্যান্য দিন রিকশা চালকরা যাত্রী পেলেও আজ বিভিন্ন রাস্তার মোড়ে তাদেরকে যাত্রীর অপেক্ষা করতে দেখা যায়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ জুন
https://ift.tt/3eDWC8G

Post a Comment

0 Comments