শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

https://ift.tt/eA8V8J
মুন্সীগঞ্জ, ০১ জুলাই- রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর লৌহজংয়ের টার্নিং পয়েন্টের প্রবেশ মুখে ডুবোচরে মঙ্গলবার রাতে আটকে যাওয়ায় নৌ-চ্যানেল বন্ধ হয়ে গেছে। এতে বুধবার সকাল থেকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। বর্তমানে টাগ জাহাজ দিয়ে ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে। এমনিতেই গত কয়েকদিন ধরে পদ্মায় প্রবল স্রোত প্রবাহিত হওয়ায় নৌরুটে ফেরি চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছিল। বর্তমানে পদ্মা নদীর মাওয়া পয়েন্টে ২ দশমিক ২ মিটার গতিবেগে স্রোত প্রবাহিত হচ্ছে। ফলে বাধ্য হয়ে বিআইডব্লিউটিসি ১৬টি ফেরির মধ্যে ৭টি চালু রেখে সীমিত আকারে যানবাহন পারাপার করছিল। ঘাট সূত্র জানায়, রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গম্তব্যে পৌছতে যেখানে এক ঘণ্টা সময় লাগতো, সেখানে এখন দ্বিগুন সময় লাগছে। শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক হেলাল উদ্দিন জানান, সীমিত আকারে ফেরি চলাচল করায় নৌরুটের উভয়প্রান্তে মঙ্গলবার থেকে কয়েক শতাধিক যানবাহন আটকা পরে পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্য বুধবার সকাল থেকে সকল ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় যানবাহনের সারি আরও দীর্ঘ হচ্ছে। সূত্র : সমকাল এম এন / ০১ জুলাই
https://ift.tt/31wCu5d

Post a Comment

0 Comments