১০৮ সহকর্মীর পাশে নারী আইনজীবীরা

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৭ মে- বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সুপ্রিম কোর্টের কর্মহীন ১০৮ জন আইনজীবী ও নিম্ন আয়ের অসহায় ১৭ জন কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রীরা। বুধবার (২৭ মে) পর্যন্ত ১০৮ সহকর্মীকে ৭ লাখ ৪৬ হাজার টাকা সহায়তা করা হয় বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী জেসমিন সুলতানা। তিনি বলেন, মহামারি করোনাভাইরাসে সারা বিশ্ব আক্রান্ত, বাংলাদেশে এর ব্যতিক্রম নয়। এক অদৃশ্য শত্রু, মুক্ত মানব জাতিকে আজ গৃহে বন্দি করে রেখেছে। কর্মঠ মানুষকে করেছে কর্মহীন। বিশ্ববাসী এই অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করে চলেছে, বেঁচে থাকার লড়াই। তাই আমাদের দেশের সরকার এই মহামারি দুর্যোগ মোকাবিলায় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন বেসরকারি সংগঠন কর্মহীন মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। অনেকে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার যার সামর্থনুযায়ী কমর্হীন অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের বন্ধুদের সহায়তায় এগিয়ে এসেছে। এ অবস্থায় দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা থেকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বোনেরা ভেবেছেন আইনজীবীদের কল্যাণে তাদেরও কিছু করা প্রয়োজন। তিনি বলেন, সেই চিন্তা থেকে বিষয়টি নিয়ে আইনজীবীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করি। করোনা আক্রান্ত, অসুস্থ, বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে সমস্যায় আছেন এমন আইনজীবীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সবাই মিলে করোনা মোকাবিলা ফাণ্ড গঠনের সিদ্ধান্ত নিই । এ বিষয়ে সবার মতামত গ্রহণের জন্য আমরা ২০০ আইনজীবী বোনদের নিয়ে Lady lawyers group of 2020 at supreme court. নামে একটি ফেসবুক গ্রুপ গঠন করি। গত ৬ মে প্রথম উদ্যোগ নেয়ার পর ভিডিও কনফারেন্সের আলোচনার মাধ্যমে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। ভার্চুয়াল মিটিংয়ে তাৎক্ষণিক এক লাখ ২০ হাজার টাকা উঠে ফান্ডিংয়ের শুভ সূচনা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ মে পর্যন্ত করোনা মোকাবিলায় করা ফান্ডে সহযোগিতা করার জন্য নারী আইনজীবী এবং নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে অর্থ, পরামর্শ, দিক-নির্দেশনা দিয়ে নারী আইনজীবী ছাড়াও যাদের সার্বিক সহযোগিতা পেয়েছি তারা হলেন, আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইসচেয়ারম্যান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এ এম আমিনউদ্দীন, অ্যাডভোকেট শাহ মন্জুরুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট রমজান আলী সিকদার ও বর্তমান সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুকসহ আরও অনেকে। আইনজীবী জেসমিন সুলতানা আরও বলেন, তাদের সবার প্রতি রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। গত ২০ মে পর্যন্ত এই ফান্ডে ৯১ জন আইনজীবীর সহায়তা করেন। বুধবার (২৭ মে) পর্যন্ত ১০৮ জন আইনজীবী ভাই-বোনদের ৭ লাখ ৪৬ হাজার টাকা সহায়তা দিতে সক্ষম হয়েছেন নারী আইনজীবীরা। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) কর্মহীন অসহায় ১৭ জন নারী স্টাফকেও সহায়তা করা হয়েছে। তিনি বলেন, এই উদ্দ্যেগ নিয়ে মাত্র ১৪-১৫ দিনের মধ্যে সফলতার সঙ্গে সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্ন করাটা মোটেও সহজসাধ্য ছিল না। এই অসম্ভবকে সম্ভব করেছেন সুপ্রিম কোর্টের একঝাঁক উদ্যমী, সৎ, মাববিক মূল্যবোধসম্পন্ন নারী আইনজীবীরা। একতাই বল, বিশ্বাসই শক্তি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা মহৎ কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন নারী আইনজীবীরা। এই সহযোগিতা যদি ভাই-বোনদের এতটুকু উপকারে আসে, সেখানেই হবে এ মহতি উদ্যোগের সার্থকতা,- বলেন এই নারী আইনজীবী। সূত্র: জাগো নিউজ এম এন / ২৭ মে
https://ift.tt/2X5B7b6

Post a Comment

0 Comments