এবার মৎস্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৮ মে - এবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ইফতেখার হোসেনের সহকর্মী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার বুধবার (২৭ মে) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু একইসঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হন। অপু গত ২২ মে ফেসবুক স্ট্যাটাসে তার আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। সৈকত চন্দ্র হালদার বলেন, গত ২৫ মে ইফতেখারের কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। তিনি বাসায় অবস্থান করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা গ্রহণ করছেন। তার বাসার বাকি সদস্যদের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চাই। বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ ম রেজাউল করিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠিত হলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান রেজাউল করিম। তার জনসংযোগ কর্মকর্তা হয়ে আসেন ইফতেখার হোসেন। পরে রেজাউল করিমের দফতর বদল করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ইফতেখার হোসেনও তার সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চলে আসেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ মে
https://ift.tt/2zFHSXY

Post a Comment

0 Comments