https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৮ এপ্রিল - করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো নিজ দেশে ফিরলেন শ্রীলঙ্কান নাগরিকরা। সোমবার সন্ধ্যায় শ্রীলঙ্কান এয়ারের একটি ফ্লাইটে তারা নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন। এদিকে একইদিন কুয়েত থেকে দেশে ফিরেছেন কারামুক্ত ১২৬ বাংলাদেশি। তাদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ১ জন নারী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ৬টার দিকে জাজিরা এয়ারলাইন্সের কুয়েতের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। আর সাড়ে ৭টায় শ্রীলঙ্কান এয়ারের ফ্লাইটটি ঢাকা ছাড়ে। শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতর বিভাগ সূত্রে জানা গেছে, কুয়েতের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা ১২৬ জনের কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে ফিরেছেন। অর্থাৎ তাদের কেউই করোনায় আক্রান্ত নয়। তাই তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ এপ্
https://ift.tt/2VJ5seY
0 Comments