নয়াদিল্লী, ১০ এপ্রিল - করোনায় দুর্গত-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে একটি ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার। তার মতে, ক্লোজ ডোর স্টেডিয়ামে এই সিরিজটি টিভি দর্শকদের জন্য আয়োজন করা যেতে পারে। তাতে করে, বিশাল পরিমানে টিভি দর্শক হবে এবং আয়ও হবে অনেক বেশি। সেই অর্থ করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য গঠিত দুই দেশের সরকারে ফান্ডে সমান ভাগে ভাগ করে দিতে হবে। শোয়েব আখতারের এই প্রস্তাবে দুই বোর্ডের কোনো সায় কিংবা চিন্তা আছে কি না এখনও জানা নেই। কারণ, ভারত কিংবা পাকিস্তান- কোনো বোর্ডই এ নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু শোয়েবের প্রস্তাবের কড়া জবাব দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি রীতিমত শোয়েবের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। ভারতের সাবেক বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, শোয়েব ওর নিজের মতামত দিয়েছে। তবে আমাদের টাকা তোলার কোনা দরকার নেই। আমাদের অনেক অর্থ আছে। বিসিসিআই ৫১ কোটি টাকা দিয়েছে। প্রয়োজন হলে আরও দেবে বোর্ড। ম্যাচ খেলে ভারতের টাকা তোলার কোনো দরকার আছে বলে মনে করি না। শোয়েব বলেছেন, ভারত-পাকিস্তানে করোনায় প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন।। অনেক ক্ষতির মুখে পড়তে হবে দুদেশকেই। তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুদেশের মধ্যে সিরিজ আয়োজন করে অর্থ সংগ্রহ করা যাবে বলে মনে করেন শোয়েব। এবং , দুদেশের ত্রাণ তহবিলে ভাগ করে জমা করা যেতে পারে। তবে অবশ্যই সিরিজ দর্শকশূন্য মাঠে করা উচিত বলেও তিনি জানিয়েছেন। সে প্রসঙ্গেই কপিল বলেন, পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এমন নয়। এর মধ্যে ক্রিকেটারদের নামিয়ে তাঁদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কোনও দরকার নেই। আর তিনটে ম্যাচ করে কত টাকা পাওয়া যাবে? আমার মতে, আগামী পাঁচ-ছয় মাস ক্রিকেটের কথা ভাবাই উচিত নয়। এখন যেটা করা সবচেয়ে বেশি প্রয়োজন, কর্তৃপক্ষ একসঙ্গে বসে সেটাই করছে। পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। টিভিতে এখনও আমি রাজনীতিবীদদের কাছ থেকে অনেক ব্লেম গেম দেখে অবাক হয়ে যাই এবং এটা এখনই বন্ধ করা উচিৎ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aXOwGL
0 Comments