ধোনির জায়গায় হলে কবেই অবসর নিয়ে নিতাম

https://ift.tt/eA8V8J
ইসলামাবাদ, ১৩ এপ্রিল - গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বিশ্ব ক্রিকেটের বড় একটা অংশের প্রশ্ন, কবে অবসর নেবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি?- অনেকেরই ধারণা ছিল, বিশ্বকাপ শেষে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন ৩৮ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তা হয়নি, এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ধোনি। তবে সেই বিশ্বকাপের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। মাঝে বেশ কয়েকটি সিরিজ গেলেও, ধোনিকে স্কোয়াডে বিবেচনা করা হয়নি। তিনি নিজে অবশ্য চালিয়ে নিচ্ছেন অনুশীলন। করোনাভাইরাসের কারণে স্থগিত না হলে, এবারের আইপিএলে খেলতে দেখা যেত ধোনিকে। ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, আইপিএলে ভালো করলেই কেবল জাতীয় দলের জন্য ভাবা হবে ধোনিকে। অন্যথায় আর সুযোগ নেই ভারতের অন্যতম সফল এ অধিনায়কের। ধোনির অবসর নিয়ে এই দোলাচাল ও কয়েকপক্ষের মন্তব্যের খেলা একদমই ভাল লাগছে না পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। এছাড়া এখনও অবসরের সিদ্ধান্ত না নেয়ায়, ধোনির ওপরও যেন খানিক বিরক্ত শোয়েব। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, নিজের সামর্থ্যের সেরাটা দলের জন্য দিয়ে ফেলেছে ধোনি। মর্যাদার সঙ্গে ক্রিকেট ছাড়া উচিৎ তারা। আমি জানি না, কেন এ সিদ্ধান্তটা এত ঝুলিয়ে রেখেছে সে। বিশ্বকাপের পরই তার অবসর নেয়া উচিৎ। এসময় শোয়েব আরও জানান, ধোনির জায়গায় হলে এতদিনে অবসর নিয়ে নিতেন তিনি, আমি তার জায়গায় হলে এতদিনে বুটজোড়া তুলে রাখতাম। আমি হয়তো সীমিত ওভারের ক্রিকেটে আরও ৩-৪ বছর খেলতে পারতাম। কিন্তু আমি শতভাগ উপযুক্ত ছিলাম না বলে ২০১১ বিশ্বকাপের পরই ছেড়ে দেই। অবসর নিয়ে ধোনি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই খেলা ভাল না লাগলেও, ধোনির বিদায়টা রাজকীয়ভাবেই দেখতে চান শোয়েব। যেহেতু ভারতকে অনেক কিছু এনে দিয়েছেন ধোনি, তাই বিদায়বেলায় তেমনই প্রাপ্য বলে জানান শোয়েব। তিনি বলেন, ভারতবাসীকে বলবো, আপনাদের উচিৎ ধোনিকে শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে বিদায় দেয়া। তার বিদায়টা সুন্দর করুন। সে আপনাদের বিশ্বকাপ জিতিয়েছে, অনেক সাফল্য এনে দিয়েছে। একইসঙ্গে মানুষ হিসেবেও দারুণ। তবে এখন হয়তো আটকে গেছে। আমার মনে হয় তার এতদিনে অবসর নেয়া উচিৎ ছিল। কেন নেয়নি, একমাত্র সেই বলতে পারবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ এপ্রিল

Post a Comment

0 Comments