যুক্তরাষ্ট্রে ফেডারেল ফিউনারেল ব্যয় দেওয়ার আহ্বান

https://ift.tt/eA8V8J
নিউইয়র্ক, ১৬ এপ্রিল - নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চার্লস শুমার ও কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ নিউইয়র্কের পরিবারগুলোকে ফিউনারেল সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টকে (ফেমা) নিউইয়র্কের নাগরিকদের অনুদান হিসেবে এ সাহায্য দিতে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার জন্য তাঁরা আহ্বান জানান। ১৪ এপ্রিল নিউইয়র্কের এল্মহার্স্ট হাসপাতালের সামনে দাঁড়িয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন দুই আইনপ্রণেতা। আইনপ্রণেতারা জানান, তাঁরা এরই মধ্যে ফেমার কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। জীবনের এ কঠিন সময়ে নিউইয়র্কে ব্যয়বহুল ফিউনারেল তহবিল অনেকেরই নেই। ন্যূনতম পাঁচ থেকে ছয় হাজার ডলারের এ ব্যয় সামাল দেওয়ার জন্য নিউইয়র্কের বহু পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। কবরের জায়গা ফ্রি দেওয়াসহ ফিউনারেল ব্যয়ের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রয়োজনে সহযোগিতা করছেন। ওকাসিও কর্টেজ বলেন, আমরা ন্যূনতম এ সাহায্যে এগিয়ে আসতেই পারি। তারা যেন ভালোবাসার মানুষটিকে ভালোবাসার সঙ্গে শেষ বিদায় জানাতে পারেন। ফেমার ওয়েবসাইটে বলা হয়েছে, দুর্গত পরিবারের অপ্রত্যাশিত ব্যয় মোকাবিলার জন্য সংস্থাটি অনুদান দেওয়ার ক্ষমতা রাখে। সূত্র : প্রথম আলো এন এইচ, ১৬ এপ্রিল

Post a Comment

0 Comments