গুঞ্জন উড়িয়ে ফেরার প্রস্তুতি রোনালদোর

https://ift.tt/eA8V8J
জুভেন্টাসে তিনি বেশ ভালোই আছেন। তবু ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে টানাটানি। করোনাভাইরাসের আর্থিক ক্ষতির কারণে জুভেন্টাস সামনের মৌসুমে আর পর্তুগিজ যুবরাজকে রাখতে পারবে না, এমন গুঞ্জন বাতাসে ছড়িয়ে পড়ার পরই রোনালদোকে নিতে উঠেপড়ে লেগেছে অন্য ক্লাবগুলো। শোনা যাচ্ছে, সামনের মৌসুমে পুরোনো ঘর রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন রোনালদো। আবার আরেক সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কথাও শোনা যাচ্ছে। আসলে কোথায় যাবেন রোনালদো? পর্তুগিজ তারকা উড়িয়ে দিলেন সব সম্ভাবনাকেই। ইতালিয়ান সংবাদপত্র টুটোস্পোর্ট এর দাবি, অন্য কোনো ক্লাবে নয়, জুভেন্টাসেই থেকে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন রোনালদো এবং সেটা তার দুই বছরের চুক্তি থাকা পর্যন্তই। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক চুকিয়ে ১০০ মিলিয়ন পাউন্ডে ইতালিয়ান সিরিআর দল জুভেন্টাসে চলে আসেন রোনালদো। তুরিনে এসে এই বয়সেও ঝলক দেখিয়েছেন। ৩৫ বছর বয়সী রোনালদো ৫৩ ম্যাচে করেছেন ৪২ গোল। করোনার কারণে বর্তমানে নিজ দেশ পর্তুগালে আছেন সিআরসেভেন। মাদেইরাতে স্ত্রী আর চার সন্তান নিয়ে সময় কাটছে তার। তবে এই সময়েও একদম বসে নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। সিরিআ ফের মাঠে গড়ানোর প্রস্তুতি চলছে। সেজন্য আগামী সপ্তাহেই ইতালিতে ফিরতে চান রোনালদো, ফিটনেস ধরে রাখতে ঘাম ঝরানো প্রস্তুতিও চলছে। অন্য ক্লাবগুলোর জন্য হতাশ হওয়ার মতো খবরই! সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ এপ্রিল
https://ift.tt/2yPfdze

Post a Comment

0 Comments