লাহোরে তুষারপাতও হয়তো সম্ভব, ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব

https://ift.tt/eA8V8J
নয়াদিল্লী, ১৬ এপ্রিল - কথায় বলে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই- ঠিক এমন অবস্থাই এখন পাক-ভারত ক্রিকেটে। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কোন আলোচনাই নেই ক্রিকেট বোর্ডের মধ্যে। কিন্তু সাবেক ক্রিকেটাররা মেতেছেন এ বিষয়ক নানান আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার আগ্রহ যেন সবচেয়ে বেশি। করোনার কারণে থাকা লকডাউনের মধ্যেই অনলাইন টকশোর ব্যবস্থা করে ফেলেছেন তিনি। যেখানে অতিথি করা হয়েছিল ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কারকে। দুই দেশের দুই সাবেক ক্রিকেটার মিলে আলোচনা করেছেন নানান বিষয় নিয়ে। যেখানে অবধারিতভাবেই ছিল পাক-ভারত সিরিজের কথাও। এ বিষয়ে মজার এক কথাই বলেছেন গাভাস্কার। তার মতে, লাহোরে তুষারপাত হলেও হতে পারে, কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয়। এ আলোচনাটি শুরু হয়েছিল মূলত পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতারের মাধ্যমে। তিনি প্রস্তাব রেখেছিলেন, করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের জন্য একটি তিন ম্যাচের পাক-ভারত সিরিজ আয়োজনের। যা নিয়ে রীতিমতো দুই ভাগে বিভক্ত ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সবশেষ এ বিষয়ে বললেন গাভাস্কার। রমিজের সঙ্গে করা অনলাইন টকশোতে তিনি বলেন, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে লাহোরে তুষারপাতের সম্ভাবনাই বেশি। দুই দল নিশ্চয়ই আইসিসি টুর্নামেন্ট এবং বিশ্বকাপে মুখোমুখি হবে। কিন্তু দুই দলের মধ্যে সিরিজ এখন মনে হয় না সম্ভব। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ এপ্রিল

Post a Comment

0 Comments