নোয়াখালীতে মা-ছেলেসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

https://ift.tt/eA8V8J
নোয়াখালী, ৩০ এপ্রিল - নোয়াখালীর বেগমগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনজনের মধ্যে মা ও ছেলে এবং অন্যজন চৌমুহনী বাজারের ব্যবসায়ী। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট করোনা পজিটিভ হলেন ১০ জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২২ এপ্রিল চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো নমুনার রিপোর্ট রাত সাড়ে ৯টার সময় এসে পৌঁছেছে। তাতে চৌমুহনী বাজারের ৪০ বছর বয়সের একজন ব্যবসায়ী রয়েছেন। এছাড়া চৌমুহনী চৌরাস্তায় একটি আবাসিক এলাকায় ষাটোর্ধ্ব বৃদ্ধা মা ও তার ৩২ বছর বয়সের ছেলেরও করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, নমুনা সংগ্রহ করার পর থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লকডাউন করে রাখা হয়েছে। তাদের বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতনদের সাথে পরামর্শ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, আপাতত তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হবে। অবস্থার উন্নতি না হলে জেলা সদরে করোনা চিকিৎসার জন্য নির্মিত অস্থায়ী হাসপাতালে আনা হবে। ডা. মমিনুর রহমান জানান, একই উপজেলার আলাইয়ারপুরের রামপুর গ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির শরীরের অবস্থা ভালো না থাকায় তাকে বৃহস্পতিবার জেলা সদর মাইজদীতে নেয়া হতে পারে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩০ এপ্রিল
https://ift.tt/3aR2tVX

Post a Comment

0 Comments