লকডাউনের জন্য অনলাইনে মুক্তি পাবে বলিউডের দুই সিনেমা

https://ift.tt/eA8V8J
মুম্বাই, ১৩ এপ্রিল - করোনাভাইরাসের আতঙ্কে সারা বিশ্বেই সিনেমা হল বন্ধ রয়েছে। তাই মুক্তির তালিকায় থাকা অনেক ছবি পিছিয়ে গেল। সে তালিকায় ছিলো বলিউডের বেশ কয়েকটি ছবি। কিন্তু করোনা ও লকডাউনের কারণে তালা পড়ে গিয়েছে টিনসেল টাউনেও। ছবির শুটিং থেকে সিনেমা হল-সবই বন্ধ। এই পরিস্থিতিতে অনেক ছবিই নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। বিশেষ করে বিগ বাজেটের সূর্যবংশী ও ৮৩-র মতো ছবি অনলাইনে মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সোশাল মিডিয়ার এই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট। সূর্যবংশী ও ৮৩- ছবি দুটির অন্যতম প্রযোজক এই সংস্থাই। রিলায়েন্স এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে ছবি রিলিজ করার প্রশ্নই নেই। আর ভারত-সহ সারা বিশ্বে এখন যা পরিস্থিতি, তাতে খুব তাড়াতাড়ি সিনেমা হলেও ছবির মুক্তি সম্ভব না। আগামী ৬ মাসও যদি অপেক্ষা করতে হয়, তাতেও রাজি রিলায়েন্স এন্টারটেনমেন্ট। তাই অক্ষয় কুমারের সূর্যবংশী ও রণবীর কাপুরের ৮৩ দেখার সুযোগ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাচ্ছেন না দর্শক। এন এইচ, ১৩ এপ্রিল

Post a Comment

0 Comments