যে পুরুষ অধিনায়কের নেতৃত্বে খেলতে চান নারী ক্রিকেটার জেমিমাহ

নয়াদিল্লী, ১৪ এপ্রিল - করোনাভাইরাসের আক্রমণে পুরো বিশ্বই এক প্রকার অবরুদ্ধ। লকডাউনের এই সময়টায় অনেক ক্রিকেটারই সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের সঙ্গে মত বিনিময় করে। ইতিমধ্যে ইংল্যান্ডের কেভিন পিটারসেন, ভারতের রোহিত শর্মা, ইয়ুজবেন্দ্র চাহালদের মতো কয়েকজনকে দেখা গেছে এমনটা করতে। এবার এই দলে যোগ দিলেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমাহ রদ্রিগেজও। সম্প্রতি ইনস্টাগ্রামে এক লাইভ সেশনে হাজির হয়েছিলেন জেমিমাহ। সেখানে অনেক কিছু নিয়ে ভক্তদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে একজন ভক্ত তার কাছে জানতে চেয়েছিলেন, যদি পুরুষ দলের কারও অধীনে খেলতে হয় তবে জেমিমাহ কাকে বেছে নেবেন? ভাবতে একদমই সময় নেননি ভারতীয় নারী দলের এই ক্রিকেটার। বলেন, মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কেউ নন। তাকে দেখেই তো আমরা বড় হয়েছি, আমরা দেখেছি বিশ্বকাপে তিনি কি করেছেন, দুটি বিশ্বকাপ জিতেয়েছেন। অনেক সাক্ষাতকারেই আমি শুনেছি, অনেক মানুষ বলেছে তারা ধোনির মতো অধিনায়ক দেখেননি। তাই সবসময়ই কল্পনা করি, যদি কখনও তার নেতৃত্বে খেলার সুযোগ হতো! ২০১৮ সালে অভিষেকের পর থেকে ভারতীয় নারী দলের নিয়মিত সদস্যই হয়ে গেছেন জেমিমাহ। এখন পর্যন্ত দেশের হয়ে ১৮ টি ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ এপ্রিল

Post a Comment

0 Comments