কাতারে করোনা আক্রান্ত ১১ হাজার ছাড়িয়েছে

https://ift.tt/eA8V8J
দোহা, ২৮ এপ্রিল - কাতারে করোনাভাইরাসে প্রথম থেকে ৪র্থ রোজা পর্যন্ত গড়ে সাড়ে আটশোর বেশির মানুষ আক্রান্ত হয়েছে। প্রথম রোজায় ৭৬১, ২য় রোজায় ৮৩৩, ৩য় রোজায় ৯২৯, ৪র্থ ৯৫৭ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে চারজন বাংলাদেশিসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কাতারের নাগরিক, বাকিরা অভিবাসী। সোমবার (২৭ এপ্রিল) নতুন করে রমজানের ৪র্থ দিনে সর্বাধিক ৯৫৭ জনসহ দেশটিতে মোট ১১২৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কাতারে এখন পর্যন্ত ৮৬ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। ১০৬৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারে গত ২৯ ফেব্রুয়ারি এক ইরানফেরত কাতারি নাগরিকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এদিকে কাতারে আক্রান্তদের মধ্যেই বাংলাদেশের নাগরিকরা দ্বিতীয় অবস্থানে আছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, কাতারে পাঁচশ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, কাতার সরকার কোন দেশের কতজন নাগরিক আক্রান্ত তা জানায়নি, তবে দেশটিতে পাঁচশ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রাষ্ট্রদূত জানিয়েছেন বলে জানান। ২৫ লাখ জনসংখ্যার ছোট্ট দেশটিতে করোনাভাইরাসে প্রাণহানি বিভিন্ন দেশের তুলনায় কম হলেও, জনসংখ্যা অনুপাতে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ এপ্রিল
https://ift.tt/3eYAEhR

Post a Comment

0 Comments