মানবিক দেয়ালে মানবতার গল্প

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৪ এপ্রিল- মানুষকে সাহায্য করার ক্ষেত্রে একটা বিখ্যাত উক্তি আছে- কাউকে ডান হাতে সাহায্য করলে, এমনভাবে কর যেন তোমার বাম হাতও সেটা টের না পায়। কিন্তু কী দেখছি আমরা এখন? এক মুঠো চাল দেয়ার সময় ত্রাণপ্রার্থীর অসহায়ত্বেরও সুযোগ নিয়ে কর্তাবাবু নিজের হাসিমুখের ছবি পোস্ট করে বিশাল দানবীর সাজার কসরতে ব্যস্ত! প্রয়োজনের এই সময়টায় মানবিক হতে গিয়ে উল্টো এই বাবুরা অমানবিক আচরণই ছড়িয়ে দিচ্ছেন। দান করে প্রচারণার এই র্কীতি যে ভীষণ অপ্রয়োজনীয় তারই প্রমাণ দিচ্ছে রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির মানবিক দেয়াল। ব্যাগ নিতে কেউ ধাক্কাধাক্কি করছে না মানবিক দেয়াল নামে এই দেয়ালে সবমিলিয়ে পনেরটি হুক আছে। যেখানে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটি ব্যাগ ঝুলিয়ে দেয়া হয়েছে। যার প্রয়োজন সে এসে নিয়ে যাচ্ছে। নিজের পরিবারের প্রয়োজন মেটাচ্ছে। হয়তো বা উদ্যোগের পরিসর খুবই ছোট। কিন্তু নিরন্ন ও অসহায় মানুষকে সাহায্য করার ব্যতিক্রমী এই উদ্যোগ আরেকবার জানিয়ে দিল সেই সত্যটা-মানুষ মানুষের জন্য। এখন পর্যন্ত দুদিন এই মানবিক দেয়ালে এই খাদ্যসামগ্রীর ব্যাগ সাহায্য ঝোলানো হয়েছে। প্রতিটি ব্যাগে দু কেজি চাল, এক কেজি ডাল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ ও আড়াইশ গ্রামের তেলের শিশি। চারজনের একটি পরিবারের অন্তত তিনদিনের খাওয়ার খাদ্য আছে মানবিক দেয়ালের এই প্রতিটি ব্যাগে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো- মানবিক দেয়ালে ঝোলানো এই ব্যাগ নিতে কেউ ধাক্কাধাক্কি করছে না। যার প্রয়োজন হচ্ছে সে এসে একটা ব্যাগ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই সহায়তার জন্য প্রয়োজন হচ্ছে না কোনো স্লিপের হ্যাঁ, আপনি ভুল পড়ছেন না! কেউ একটা ব্যাগ নেয়ার পর দ্বিতীয় ব্যাগের দিকে হাত বাড়াচ্ছে না। সেটা রেখে যাচ্ছে আরো কারোর সাহায্যের প্রয়োজনে। এই সহায়তা নেয়ার জন্য কোনো স্লিপ জমা দিতে হচ্ছে না। আইডি কার্ডও দেখাতে হচ্ছে না। কারো কাছ থেকে শুনতে হচ্ছে না-তুমি সাহায্য পাবে না, তুমি তো এই এলাকার ভোটার নও! যার প্রয়োজন, সেই আসছে। সেই শুধু নিজের একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। যার প্রয়োজন এসে একটি ব্যাগ নিয়ে যাচ্ছে গত শীতে শীতার্ত মানুষের সহায়তার জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় এই মানবিক দেয়াল গড়ে উঠেছিল। তখন এখানে শীতবস্ত্র ঝুলত। যার প্রয়োজন সে এসে নিয়ে যেত। এখন প্রয়োজনটা আরও বেশি। ক্ষুধা মেটানোর। তাই এই সহায়তার জন্য আরও বেশি মানবিক হওয়ার প্রয়োজন। মোহাম্মদপুর হাউজিং সোসাইটির এই মানবিক দেয়ালে খাদ্য সহায়তা দেয়ার ব্যতিক্রমী উদ্যোগটা নিয়েছে গ্রামবাংলা উন্নয়ন কমিটি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পরিষদের ২১ জন সদস্য নিজেরাই এই সহায়তার জন্য অনুদান দিচ্ছেন। তারা কেউ নিজেদের নাম বললেন না। বললেন, শুধু সংস্থার নাম-গ্রামবাংলা উন্নয়ন। সূত্র : বার্তা২৪ এম এন / ১৪ এপ্রিল

Post a Comment

0 Comments