ধোনির বিকল্প খুঁজে দিলেন গম্ভীর

মুম্বাই, ১৪ এপ্রিল - মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারটা ঝুলে আছে আইপিএলে। এবারের আইপিএল করোনার কারণে বাতিল হয়ে গেলে ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়কের জাতীয় দলে ফেরা আর সম্ভব হবে না বলেই মনে করছেন গৌতম গম্ভীর। ধোনির এক সময়ের সতীর্থ ভারতের সাবেক এই ওপেনার বিকল্পও খুঁজে দিচ্ছেন নির্বাচকদের। তার মতে, ধোনির যোগ্য রিপ্লেসমেন্ট হতে পারেন লোকেশ রাহুল। গম্ভীর মানছেন, কিপিংয়ের মানের কথা চিন্তা করলে রাহুল ধোনির কাছাকাছি যেতে পারবেন না। তবে অন্ততপক্ষে টি-টোয়েন্টিতে অনায়াসেই ডানহাতি এই ব্যাটসম্যানকে ধোনির স্থলাভিষিক্ত করা যায়, এমন মত সাবেক এই ওপেনারের। গম্ভীর বলেন, ধোনির যোগ্য বিকল্প হতে পারে লোকেশ রাহুল। ইতিমধ্যে সে সাদা বলের ক্রিকেটে উইকেটরক্ষকের গ্লাভস হাতে নিয়েছে, আমি তার পারফরম্যান্স দেখেছি, ব্যাটিং আর উইকেটকিপিং দুটোই। তিনি যোগ করেন, এটা ঠিক, তার কিপিং ধোনির মতো ওত ভালো নয়। তবে যদি টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বলেন, রাহুলের মানের খেলোয়াড়কে রাখা যেতে পারে। তিন অথবা চার নম্বরে ব্যাট করতে পারে সে। ধোনিকে এখনই বিদায় বলে দিচ্ছেন? কারণটাও ব্যাখ্যা করলেন গম্ভীর, যদি আইপিএল এ বছর না হয়, তবে ধোনির জন্য দলে ফেরা খুবই কঠিন হবে। গত এক দেড় বছর যে খেলেনি, তাকে কিসের ভিত্তিতে দলে নেয়া হবে? ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার আসলেই শঙ্কার মুখে পড়ে গেছে। ২০১৯ সালের বিশ্বকাপে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে দলে জায়গা হচ্ছে না। আইপিএল বাতিল হলে হারানো জায়গা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা কমই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ এপ্রিল

Post a Comment

0 Comments