লাশ ৭ ঘণ্টা রাস্তায় পড়ে থাকা গিটারিস্টের করোনা পজিটিভ

https://ift.tt/eA8V8J
নারায়ণগঞ্জ, ১১ এপ্রিল - নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনের রাস্তায় পড়ে থাকা গিটারিস্ট খাইরুল আলম হিরোর (৩০) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার (১০ এপ্রিল) তার করোনা টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, করোনায় মারা গেছেন গিটারিস্ট হিরো। এর আগে মেয়র আইভীর বাড়ির গেইটের সামনে সাত ঘণ্টা গিটারিস্ট হিরোর লাশ পড়ে থাকলেও করোনা আতঙ্কে এগিয়ে আসেনি কেউ। গিটারিস্টের মৃত্যুর পর লাশ সাত ঘণ্টা রাস্তায় পড়ে থাকার পরও বিষয়টি কেন মেয়র কিংবা স্বাস্থ্য বিভাগের নজরে আসেনি এই প্রশ্ন এলাকাবাসীর। জানা যায়, শহরের দেওভোগের গিটারিস্ট হিরো ৭ এপ্রিল রাত সাড়ে ৩টায় প্রচণ্ড জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই দিন ভোরে অ্যাম্বুলেন্সে শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তার লাশ নেয়ার চেষ্টা করলে আশপাশের লোকজনের বাধায় ফেলে রেখে চলে যান চালক। ওই সময় পরিবারের লোকজনও করোনার ভয়ে এগিয়ে আসেননি। সাত ঘণ্টা বাসার সামনে লাশ পড়ে থাকলেও পাশে যায়নি কেউ। স্থানীয়রা জানায়, দেওভোগ কৃষ্ণচূড়া এলাকার বাসিন্দা খাইরুল আলম হিরো মূলত সংগীত জগতে হিরো লিসান নামেই পরিচিত। পাশাপাশি ঝুটের ব্যবসা করতেন তিনি। ৭-৮ দিন ধরে তিনি প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট ছিল তার। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে শহরের দেওভোগের বাসায় আনা হয়। ৭ এপ্রিল রাতে মারা যান তিনি। ওই সময়ে লাশ এলাকা থেকে নিয়ে যেতে একটি অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করলে আশপাশের লোকজন বাধা হয়। ফলে সাত ঘণ্টা লাশ পড়ে থাকে মেয়র আইভীর বাড়ির সামনের রাস্তার ওপর। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমলোচনা হয়। গিটারিস্টের লাশ যেখানে পড়ে ছিল তার দুইশ গজ দূরে মেয়র আইভীর বাড়ি। পরে ফেসবুকে প্রচারণার মাধ্যমে সাত ঘণ্টা পর বিষয়টি নজরে আসে সিটি করপোরেশনের। এরপর ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ ও ফতুল্লা মডেল থানা পুলিশ। সেখানে নমুনা সংগ্রহের পর তাদের উপস্থিতিতে লাশ স্বজনদের অনুমতিক্রমে নাসিকের তত্ত্বাবধানে দাফন করা হয়। সেই সঙ্গে পরিবার ও বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, গিটারিস্ট হিরোর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত হয় তার মৃত্যু হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ এপ্রিল

Post a Comment

0 Comments