ইসলাম গ্রহণ করা ইউসুফকে দেখে যেভাবে বদলে গিয়েছিলেন স্ট্রাউস

লন্ডন, ১৫ এপ্রিল - মোহাম্মদ ইউসুফ এক সময় ছিলেন খ্রিষ্টান ধর্মাবলম্বী। খেলোয়াড়ি জীবনের মাঝপথে হঠাৎ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মবদল করেন। ইউসুফ ইয়োহানা থেকে হয়ে যান মোহাম্মদ ইউসুফ। শুধু নাম বদল নয়। ইসলাম গ্রহণের পর ইউসুফের জীবনই আমূল বদলে যায়। যেটা কি না আবার অনুপ্রেরণা জুগিয়েছে আরেকজন বড় ক্রিকেটারের ক্যারিয়ারে। তিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। স্কাই স্পোর্টসের পডকাস্টে স্ট্রাউস নিজেই জানালেন সে গল্পটা। জানালেন, শুধু নিজের জীবনেই নয়, যে কোনো তরুণ ক্রিকেটারের সামনে প্রেরণাদায়ক কিছু বলতে বরাবর ওই উদাহরণটাই টানেন তিনি। খেলোয়াড়ি জীবনে একটা সময় নিজের ক্যারিয়ার নিয়ে খুব শঙ্কিত হয়ে পড়েছিলেন স্ট্রাউস। বাঁহাতি এই ব্যাটসম্যানের চলছিল ভয়াবহ রানখরা। পুরো বছরজুড়েই ব্যাট হাতে ধুঁকছিলেন। ভাবছিলেন, এবার বোধ বাদই পড়বেন। এমন কঠিন সময়ে ফিরে আসার পথে আরও বড় বাধা হয়ে দাঁড়ায় মানসিক চাপ। ভয়টা মনের মধ্যে বাসা বানিয়ে নেয়। তবে সেই ভয়কে ঠিকই জয় করেছেন স্ট্রাউস। ১৭৭ রানের এক ইনিংস খেলে জায়গা হারানোর শঙ্কা উড়িয়ে দেন তিনি। এই প্রত্যাবর্তনের গল্প বলতে গিয়ে স্ট্রাউস কৃতিত্ব দিলেন মোহাম্মদ ইউসুফকে। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান সাধারণ একজন ভালো খেলোয়াড় থেকে কিভাবে নিজেকে রানমেশিন বানিয়ে ফেলেন, সেটিই মূলত স্ট্রাউসকে অনুপ্রাণিত করে। স্ট্রাউস বলেন, আমি সবসময় মোহাম্মদ ইউসুফের উদাহরণ টানতে পছন্দ করি। যখন তিনি ইউসুফ ইয়োহানা ছিলেন, টেস্টে তার গড় ছিল ৪০। যখন তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম হয়ে গেলেন, মনের মধ্যে তার একটা দর্শন ঢুকে গেল-সৃষ্টিকর্তার ইচ্ছায় যা হওয়ার তা-ই হবে। সাবেক ইংলিশ অধিনায়ক যোগ করেন, তার জীবনের দৃষ্টিভঙ্গি একদম বদলে গেল। ৪০ থেকে তিন বছরের ব্যবধানে তার টেস্ট গড় ৭০ হয়ে গেল। এটা শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ফল। আগের মতো তিনি নিজের ব্যাটিংকে নিয়ন্ত্রণ করতে চাইতেন না। শুধু ভাবতেন, কপালে যা আছে তাই হবে। এই দর্শন কাজে লাগিয়ে সফল হয়েছেন স্ট্রাউসও। সবাইকে সেই উদাহরণই দেন জানিয়ে সাবেক ইংলিশ ওপেনার বলেন, আমার মনে হয় এটা আমার জীবনের সত্যিই খুব ভালো একটা উদাহরণ যে, মাঝেমধ্যে কিছু জিনিস নিজের মতো যেতে দিতে হয়। যখন আমি তরুণ কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করি, আমি এই দর্শনটা তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ এপ্রিল

Post a Comment

0 Comments